ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঠাকুরগাঁও-২ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
ঠাকুরগাঁও-২ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল মনোনয়ন বৈধ-অবৈধ যাচাই-বাছাই। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম পর্যায়ে ২ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় জাকের পার্টির পার্থী মো. আল মামুনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার একেএম কামরুজ্জামান সেলিম।

ঠাকুরগাঁও-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), রমেশ চন্দ্র সেন (আওয়ামী লীগ), অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী (ওয়ার্কাস পার্টি), মো. আব্দুল জব্বার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. রফিকুল ইসলাম (ইসলামী ঐক্য জোট) ও অ্যাডভোকেট বলরাম গুহ ঠাকুরতা (ন্যাপ)।

এছাড়াও ঠাকুরগাঁও-২ আসনে সবকটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।  

তারা হলেন- দবিরুল ইসলাম (আওয়ামী লীগ), মাওলানা আব্দুল হাকিম ( বিএনপি), ড. টিএম মাহবুবুর রহমান (বিএনপি), জেড মর্তুজা চৌধুরী তুলা (বিএনপি) ড. আব্দুস সালাম (বিএনপি), মো. রেজাউল করিম ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. শামসুজ্জোহা (জাকের পার্টি)।

বিকেলে ঠাকুরগাঁও-৩ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ