ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতক্ষীরায় ৪ আসনে ৭ জ‌নের মনোনয়নপত্র বাতিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
সাতক্ষীরায় ৪ আসনে ৭ জ‌নের মনোনয়নপত্র বাতিল  মনোনয়নপত্র যাচাই-বাছাইয় চলছে। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সাতক্ষীরার চার‌টি আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

রোববার (২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামাল এতথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সাতক্ষীরা-১ আস‌নে দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের বিএম নজরুল ইসলাম, ঋণ খেলাপি হওয়ায় আওয়ামী লীগের বিশ্বজিত সাধু, মনোনয়নপত্রে তথ্য অসম্পূর্ণ থাকায় ন্যাপের মো. হায়দার আলী, ১ শতাংশ ভোটা‌রের সমর্থনপত্র না থাকায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ইসলাম, সাতক্ষীরা-২ আস‌নে হলফনামায় ননজু‌ডি‌শিয়াল স্ট্যা‌ম্প না থাকায় জেএস‌ডির আফসার আলী ও সাতক্ষীরা-৪ আস‌নে ১ শতাংশ ভোটা‌রের সমর্থনপত্র না থাকায় স্বতন্ত্র প্রার্থী খ‌লিলুর রহমা‌নের ম‌নোনয়নপত্র বা‌তিল হ‌য়ে‌ছে।

এছাড়া বাকি ৩১ জ‌নের ম‌নোনয়নপত্র বৈধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।