রোববার (০২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
এতে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত, ঋণ খেলাপি, পৌরকর বাকি, সঠিক কাগজ জমা না দেওয়াসহ বিভিন্ন কারণে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঝিনাইদহ জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এতথ্য নিশ্চিত করে জানান, ঝিনাইদহ-১ আসনে ২ প্রার্থীর মনোনয়নপত্র, ঝিনাইদহ-২ আসনে ৫ প্রার্থীর, ঝিনাইদহ-৩ আসনে ২ প্রার্থীর ও ঝিনাইদহ-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ করা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া প্রর্থীরা হলেন- ঝিনাইদহ-১ আসনে আব্দুল ওহাব (বিএনপি) ও আবু বকর (স্বতন্ত্র)।
ঝিনাইদহ-২ আসনে মসিউর রহমান (বিএনপি), আব্দুল মজিদ (বিএনপি), আবু তালেব সেলিম (জাকের পার্টি), ইউসুফ পারভেজ (স্বতন্ত্র), মীর রবিউল ইসলাম (স্বতন্ত্র)।
ঝিনাইদহ ৩ আসনে ইসমাইল হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি), কামরুজ্জামান স্বাধীন (জাতীয় পার্টি)।
ঝিনাইদহ-৪ আসনে ফনি ভূষণ রায় (সিপিবি), মো. ওয়াদুদুর রহমান (বিএনএফ), কামরুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), জহুরুল ইসলাম (স্বতন্ত্র) ও আব্দুল মান্নান (আওয়ামী লীগ)।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
আরএ