রোববার (০২ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়ন পত্র বাছাইয়ের প্রথম দিন বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং অফিসার জানান, জনির মালিকানাধীন বেঙ্গল স্যুয়েটারের বিরুদ্ধে ১৯ কোটি ৪৩ লাখ টাকার ঋণ মোকদ্দমা ও অপর একটি প্রতিষ্ঠানের ১ কোটি ২৫ লাখ টাকা ঋণ থাকায় ঋণ খেলাপি হিসেবে তার মনোনয়নটি বাতিল করা হয়েছে।
এ নিয়ে বিএনপি প্রার্থী জনির আইনজীবী জেলা মেসবাহ উদ্দিন জানান, ঋণ মোকদ্দমা বিচারাধীন। উচ্চ আদালতে আপিলও করা হয়েছে।
জনির বিরুদ্ধে শুনানিতে অংশ নেয় সোনালী ব্যাংকের কর্মকর্তা নুরুল আলম খান।
এছাড়াও মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা হলেন আনোয়ারুল কবির রিন্টু আনোয়ার (স্বতন্ত্র), হাসান আহমদ (স্বতন্ত্র)।
এ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় ইসলামী আন্দোলন প্রার্থী আবদুর রাজ্জাক, বিএনএফ এর শাহরিয়ার ইকবাল, স্বতন্ত্র হাজী রহিমুল্লাহ, জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ, স্বতন্ত্র ইশতিয়াক আহমেদ, আবুল বশর, বিএনপির আকবর হোসেন, বাসদের হারাধন চক্রবর্তী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাইন উদ্দিন, পিডিপর মো. গোলাম হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসএইচিড/এপি