ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ আসনে ৪০ জনের মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ আসনে ৪০ জনের মনোনয়নপত্র বাতিল মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনে ৪০ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা হায়াত-উদ-দৌলা খাঁন।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পযর্ন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ১- (নাসিরনগর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

 এরা হলেন- সৈয়দ নজরুল ও মনজু মিয়া।

ব্রাহ্মণবাড়িয় ২ (সরাইল-আশুগঞ্জ) ২৭ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরা হলেন- মো. মোখলেছুর রহমান, আক্তার হোসেন, মো. গিয়াজ উদ্দিন, মো. আশরাফ উদ্দিন, সৈয়দ তানভীর হোসেন, মো. মহিউদ্দিন মোল্লা, হাফিজুর রহমান, আবু আসিফ আহমেদ, শাহজাহান আলম সাজু, মো. সফিউল্লা, শাহ মফিজ।

ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) ১৬ জন প্রার্থীদের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরা হলেন-বশির উল্লাহ জুরু, সৈয়দ মাহমুদুল হক, মাওলানা মজিবুর রহমান হামিদী, সৈয়দ আনোয়ার হোসেন লিটন, আব্দুল্লা আল হেলাল, জামাল রানা, তারিকুল রউফ, ওমর ইউসূফ খান।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন- ফেরদৌস আক্তার, আহশাহ মোরশেদ শাহীন, মো. মুসলিম উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মুসফিকুর রহমান, 
 
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ১৫ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন- মো. মামনুর রশিদ, নজরুল ইসলাম ভূইয়া, একে এম মনিরুল হক সায়িদ, কাজী নাজমুল হোসেন, মো.সায়েদুল হক সায়িদ, মো. মেহেদী হাসান।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন- কবির হোসেন, বেগম জিয়াসমিন নুর, জিয়াউদ্দিন, রফিকুল ইসলাম সিকদার, কে এম জাবির, আব্দুল খালেক।

যাচাই বাছাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপার দুই বারের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য আসনে বাকি প্রার্থীর প্রস্তাবকারীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ