ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝালকাঠির ২ আসনে ১৪ জনের প্রার্থিতা বৈধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
ঝালকাঠির ২ আসনে ১৪ জনের প্রার্থিতা বৈধ প্রার্থীদের হলফ নামা যাচাই বাছাই করছেন জেলা রিটার্নিং কর্মকর্তারা ও জেলা প্রশাসক। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি জেলার ২ সংসদীয় আসনে ১৪ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে মোট ২১ মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। 

রোববার (০২ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হল রুমে প্রার্থীদের হলফ নামা যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হামিদুল হক।  

তিনি জানান, কাগজপত্রে বিভিন্ন ভুল থাকায় ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঝালকাঠি-১ আসনের বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বজলুল হক হারুন, বিএনপির ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর, বিএনপির মো. রফিকুল ইসলাম জামাল, জাতীয় পার্টি- (এরশাদ) এমএ কুদ্দুস খান, ওয়ার্কাস পাটির মো. আবুল হোসেন, জাতীয় পার্টি- (জেপি-মঞ্জু) মো. রুবেল হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লামা মো. নুরুল হুদা ফয়েজী, এনপিপির প্রবীর কুমার মিত্র।  

এর মধ্যে ঝালকাঠি ০১ আসনে ১৪ জন মনোনয়নপত্র দাখিলকারীর মধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, মনিরুজ্জামান মনির, মুহাম্মদ শাহজালাল শামীম, ইয়াসমিন আক্তার পপি, মো. দেলোয়ার হোসাইন, মো. নজরুল ইসলাম ও ফজলুল হক।

অপরদিকে ঝালকাঠি-২ আসনে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভট্টো ও জীবা আমিনা খান , জাতীয় পার্টি-(এরশাদ) এম এ কুদ্দুস খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম এবং এনপিপির জাহাঙ্গীর হোসেন খান।  

এ আসনে বাতিল হওয়া একমাত্র প্রার্থী গণফোরামের জাহান শাহ কবির ।

বাংলা‌দেশ সময় : ১৮৩২ ঘন্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএস/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ