ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুমিল্লায় ৯৮ জনের মনোনয়ন বৈধ, ৩৬ জনের বাতিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
কুমিল্লায় ৯৮ জনের মনোনয়ন বৈধ, ৩৬ জনের বাতিল  ছবি: প্রতীকী

কুমিল্লা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯৮ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩৬ জনের বাতিল করা হয়েছে। 

রোববার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে।

জানা যায়, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ১৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে কুমিল্লা-১ আসনে ৩ জন, কুমিল্লা-২ আসনে ৫ জন, কুমিল্লা-৩ আসনে ১০ জন, কুমিল্লা-৪ আসনে ৫ জন, কুমিল্লা-৫ আসনে ৩ জন, কুমিল্লা-৬ আসনে ১ জন, কুমিল্লা-৮ আসনে ১ জন, কুমিল্লা-৯ আসনে ৩ জন, কুমিল্লা-১০ আসনে ৩ জন ও কুমিল্লা-১১ আসনে ১ জনসহ সর্বমোট ৩৬ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ৯৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

যার মধ্যে কুমিল্লা-১ আসনে ইসলামী ঐক্যজোটের মো. আলতাফ হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের বশির আহমেদ ও জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেখার আহসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার  হোসেন, জাসদ প্রার্থী বড়ুয়া  মনোজিৎ ধীমান, স্বতন্ত্র প্রার্থী রবিউল হোসাইন, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মজিদ (আওয়ামী লীগের বিদ্রোহী) এর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৩ আসনে বিএনপির কে এম মজিবুল হক, গণফোরামের আকবর আমিন বাবুল, এনপিপির মো. নজরুল ইসলাম, জাগপার মো. আনিছ, মুসলিম লীগের সৈয়দ মোস্তাক আহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আহসানুল আলম সরকার কিশোর, কাজী জুন্নুন বসরী, গোলাম কিবরিয়া, দেলোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজভিউল আহসান মুন্সি, স্বতন্ত্র প্রার্থী মো আবুল কালাম আজাদ (আওয়ামী লীগের বিদ্রোহী), স্বতন্ত্র প্রার্থী ইরফানুল হক সরকার, স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুল আলম, বিএনপি প্রার্থী মো. রুহুল আমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস, ইসলামী ঐক্যজোটের মো. শাহ আলম, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ইদ্রিস, গণফোরামের শেখ আব্দুল বাতেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ গোলাম মহিউদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৭ আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এ আসনে ৮ জনের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী কায়সার আলম সেলিমের মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী এ ফ এম সোলায়মান চৌধুরী (জামায়াত ইসলামী), স্বতন্ত্র প্রার্থী মো. ফয়েজ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইলের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ মুসলিম লীগের মো. আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-১১ আসনে জাকের পার্টির প্রার্থী মো. তাজুল ইসলাম বাবুলের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ