ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জের ৬ আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
সিরাজগঞ্জের ৬ আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বাংলানিউজ গ্রাফিকস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসন থেকে ৫১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং সাবেক দুই মন্ত্রীসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু নূর মো. শামছুজ্জামান এতথ্য জানান।

এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক ও চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনসহ দলটির আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

অপরদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ ছয়টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বাংলানিউজকে সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকুর, ঋণ খেলাপির দায়ে মঞ্জুর কাদের ও পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় উপজেলা চেয়ারম্যান আইনুল হক ও আব্দুল্লাহ আল মামুনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

এছাড়াও হলফনামায় স্বাক্ষর না থাকা, ব্যাংক ঋণ, বিল খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীর ১০ শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতি থাকার অভিযোগে বাকি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।