রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় পার্টির এমদাদুল হক খান, স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক, বিএনপির উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপি দলীয় উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, ন্যাপের আব্দুল মতিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে একই আসনে আওয়ামী লীগের ৮ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্রও।
তারা হলেন- আলী আহাম্মদ খান পাঠান সেলভি, শরীফ হাসান অনু, ড. সামিউল আলম লিটন, নাজনীন আলম, মুর্শেদুজ্জামান সেলিম, একেএম আব্দুর রফিক, মো. মতিউর রহমান ও গোলাম মোস্তফা বাবুলের মনোনয়ন।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি দলীয় উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদ. ডা. জাহিদ ও মুসলিম লীগের আবু সাঈদ মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাকের পার্টির জহিরুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের সোহেল মিয়া, খেলাফলত আন্দোলনের মো. আমজাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জেএসডির চৌধুরী মো. ইসহাক, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি দলীয় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ও স্বতন্ত্র প্রার্থী এমএ আব্দুর রাজ্জাক খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে এলডিপির এম এ বাশার, বিএনপির বিদ্রোহী প্রার্থী রুহুল আমিন, ইসলামী আন্দোলনের মো. হাবিবুল্লাহ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাতিল হয়েছে তিন প্রার্থীর মনোনয়নপত্র। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদির, কৃষক শ্রমিক জনতা লীগের আলমগীর কবির ও স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল্লাহ।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, জাতীয় পার্টির মজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বেলালীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বাতিল হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম আশরাফুল হক ও ইসলামী আন্দোলনের মো. আমানউল্লাহ সরকারের মনোনয়ন।
জেলা প্রশাসক (ডিসি) সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, হলফনামায় ভুল, স্বাক্ষর না থাকা, ঋণখেলাপি ও গ্যাস বিল বকেয়াসহ নানা কারণে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এমএএএম/এএ