ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চাঁদপুরে ৫১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
চাঁদপুরে ৫১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৮ জনের বাতিল হয়েছে। 

রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুল রহমান খান বাছাই কার্যক্রম পরিচালনা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিনসহ ৫টি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

চাঁদপুর -১ (কচুয়া) সংসদীয় আসনে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- ড. মহিউদ্দীন খান আলমগীর (আওয়ামী লীগ), গোলাম হোসেন (আওয়ামী লীগ), এহসানুল হক মিলন (বিএনপি), মোশারফ হোসেন (বিএনপি), নাজমুন নাহার বেবী (বিএনপি), অধ্যাপক এ কে এস এম শহীদুল ইসলাম (স্বতন্ত্র), এমদাদুল হক রুমন (জাতীয় পার্টি মার্কা লাঙল), নুরুল আলম মজুমদার (ইসলামী ফ্রন্ট),  জোবায়ের আহমেদ (ইসলামী আন্দোলন) ও আজাদ হোসেন (গণফোরাম/জাতীয় ঐক্যফ্রন্ট)।  

এছাড়া ১ শতাংশ ভোটের বৈধতা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী খন্দকার মোশারফ হোসেনের মনোনয়নপত্র বালিত হয়।

চাঁদপুর -২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (আওয়ামী লীগ), নুরুল আমিন রুহুল (আওয়ামী লীগ), ড. জালাল উদ্দিন (বিএনপি), তানভীর হুদা (বিএনপি), এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি), আসরাফ উদ্দিন (ইসলামী আন্দোলন), মো. মনির হোসেন (ইমলামী ঐক্যজোট) ও নরুল আমিন লিটন (মুসলিম লীগ)।  

এছাড়া ১ শতাংশ ভোটের বৈধতা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী খায়রুর হাসানের মনোননয়পত্র বালিত হয়।

চাঁদপুর -৩ (চাঁদপুর সদর ও হাইমচর) ডা. দীপু মনি (আওয়ামী লীগ), শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), অ্যাডভোকেট ফজলুল হক সরকার (নাগরিক ঐক্য/ বিএনপি), রাশেদা বেগম হিরা (বিএনপি), এস এম আলম (জাতীয় পার্টি জেপি), অ্যাডভোকেট সেলিম আকবর (গণ ফোরাম/জাতীয় ঐক্যফ্রন্ট), আবু জাফর মো. মাঈনুদ্দিন (ইসলামী ফ্রন্ট মার্কা  মোমবাতি), মোঃ জয়নাল আবেদীন শেখ (ইসলামী আন্দোলন), দেওয়ান কামরুনন্নেসা (জাকের পার্টি), শাহজাহান তালুকদার (বাসদ), মো. আজিজুর রহমান (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি) ও মো মিজানুর রহমান (তরীকত ফেডারেশন)।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া (আওয়ামী লীগ), মুহম্মদ শফিকুর রহমান (আওয়ামী লীগ), এম এ হান্নান (বিএনপি), কাজী রফিকুল ইসলাম (বিএনপি), মো. জাহিদুল ইসলাম রোমান (স্বতন্ত্র), মাইনুল ইসলাম (জাতীয় পার্টি), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন), আনিসুজ্জামান ভূঁইয়া (বাসদ), দেলোয়ার হোসেন পাটওয়ারী (ন্যাপ), বাচ্চু মিয়া ভাষানী (জাকের পার্টি), গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক (ইসলামী ফ্রন্ট), মাহবুবুর রহমান ভূঁইয়া (মুসলিম লীগ)।  

এছাড়া বিএনপি লায়ন হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র আবু জাফর মো. ছালহ ও বিএনপি প্রার্থী রিয়াজ উদ্দিন নসু মনোননয়পত্র বাতিল হয়।  

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) সংসদীয় আসনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম (আওয়ামী লীগ), মো. মমিনুল ইসলাম (বিএনপি মার্কা), এম এ মতিন (বিএনপি), মো. মনির হোসেন মজুমদার (জাসদ ইনু মার্কা মোশাল), আবু সুফিয়ান আল কাদেরী (ইসলামী ফ্রন্ট), শাহাদাত হোসেন (ইসলামী আন্দোলন), সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), ওয়াহেদ মোল্লা (জাকের পার্টি)।

এছাড়া এলডিপি প্রার্থী নেয়ামুল বশির, জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র না জমা দেয়ায় মনোনয়নপত্র বাতিল হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।