ভাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামন রাজা ও নুরুল্লাগঞ্জ ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনায়েত শরীফ পৃথকভাবে এই অভিযোগ ও আবেদন নির্বাচন কমিশনে জমা দেন।
অভিযোগে বলা হয়েছে, নিক্সন চৌধুরী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী।
কিন্তু গত ২৯ নভেম্বর থেকে নির্বাচনী এলাকার সেলুন, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন জায়গায় তার পোস্টার ও রঙিন স্টিকার লাগানো শুরু করেছেন। এসব পোস্টার ও স্টিকারে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন। ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বিষয়টি বেআইনি। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। প্রার্থীরা ১০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত প্রচার কাজ চালাতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
ইইউডি/জেডএস