ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দশ বছরে কোটিপতি শিক্ষামন্ত্রী

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
দশ বছরে কোটিপতি শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

সিলেট: সিলেটের ৬টি আসনের মধ্যে হেভিওয়েট প্রার্থীদের একজন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেট-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবারো একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছেন। সে সুবাদে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দিয়েছেন নিজের সম্পদের বিবরণ।

হফলনামার তথ্য অনুসারে শিক্ষামন্ত্রীর সম্পদ হয়েছে ছয়গুণ। নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার সম্পদের পরিমাণ ছিল ৪২ লাখ ১৬ হাজার ৪২২ টাকা।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় শিক্ষামন্ত্রীর নিজের ও স্ত্রীর, নির্ভরশীলদের নামে আয়, নগদ অর্থ, স্থাবর-অস্থাবর সম্পদ দেখিয়েছেন ২ কোটি ৫২ লাখ ১১ হাজার ৬৮৪ টাকা। এক দশকে শিক্ষামন্ত্রীর সম্পদ বেড়েছে ২ কোটি ৯ লাখ ৯৫ হাজার ২৬২ টাকার।

আয়ও বেড়েছে নাহিদের। এক দশক আগে কৃষি, আর্থিক বিনিয়োগ, মাছ চাষ ও লেখালেখি করেও বার্ষিক আয় ছিল ৩ লাখ ৬৯ হাজার ৯৩৫ টাকা।

বর্তমানে শিক্ষামন্ত্রীর বার্ষিক আয় ১৬ লাখ ৩০ হাজার ২০৫ টাকা। কৃষি, আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ ও পেশা থেকে এই আয় দেখিয়েছেন তিনি।  

এছাড়া দশম সংসদ নির্বাচনে হলফনামায় সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন ২ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৬৯৪ টাকা। ব্যাংকেও দায়-দেনা নেই শিক্ষামন্ত্রীর।

হলফনামা থেকে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে বার্ষিক আয় ১৬ লাখ ৩০ হাজার ২০৫ টাকার মধ্যে কৃষি থেকে আয় ৫০ হাজার, ব্যাংক আমানত (সুদ বাবদ) আয় ৩ লাখ ২০ হাজার ২০৫ টাকা, পেশা থেকে আয় ১২ লাখ ৬০ হাজার টাকা।  

অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৩৫ লাখ ৬৪ হাজার ৭০৫ টাকা, স্ত্রীর নামে ১ লাখ টাকা। আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা ৩৯ লাখ ৭২ হাজার ৯৮৩ টাকা এবং স্ত্রীর নামে ৪ লাখ ৫৭ হাজার ৩০ টাকা।  

শেয়ার/সঞ্চয়পত্রে নিজের বিনিয়োগ ২০ লাখ ও স্ত্রীর নামে ৫০ লাখ টাকা। যানবাহনের মূল্য ৫৯ লাখ ৩৩ হাজার ৩২১ টাকা। স্বর্ণালঙ্কার নিজের ৭৫ হাজার টাকার হলেও স্ত্রীর স্বর্ণালঙ্কারের পরিমাণ-মূল্য জানা নেই বলে উল্লেখ করেছেন হলফনামায়।  

ইলেকট্রনিক সামগ্রী নিজের নামে ২ লাখ ২৫ হাজার ও স্ত্রীর ১ লাখ টাকা। আসবাবপত্র নিজের ৪৫ হাজার ও স্ত্রীর ১ লাখ ৬০ হাজার।  

স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকায় ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩১ শতক কৃষি জমি ও ২ লাখ টাকার ৫৬ শতক ও ৪০ লাখ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট। নিজ নামে ৫ কাঠা জমির ওপর অ্যাপার্টমেন্ট রয়েছে। যার মূল্য দেখানো হয়েছে ২১ লাখ ৮ হাজার ৪৪০ টাকা। তবে মামলা ও দায়-দেনা নেই।  
২০০৮ সালে ৯ম সংসদ নির্বাচনের হলফনামায় শিক্ষামন্ত্রীর অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৪৭ হাজার টাকা, স্ত্রীর নামে ৬২ হাজার ৯৫৮ টাকা, নির্ভরশীলদের নামে ২৫০০ টাকা ছিল। আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭ লাখ ৪৬ হাজার ৪৯৯ টাকা, স্ত্রীর নামে ১ লাখ ৩৬ হাজার ৬৮৬ টাকা, নির্ভরশীলদের নামে ২৫ হাজার টাকা। আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ ১২ লাখ ৪৪ হাজার ৪১২ এবং নির্ভরশীলদের নামে ৩ লাখ ৪৭ হাজার ২৫৮ টাকা।

দশম জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় শিক্ষামন্ত্রীর বার্ষিক আয় ছিল ১৭ লাখ ৭২ হাজার। পেশা থেকে ১৭ লাখ ২২ হাজার ৩০০, কৃষিখাতে ৫০ হাজার। নগদ আড়াইলাখ, ব্যাংকে ৫৫ লাখ ১৪ হাজার ২৫৯ টাকা। গাড়ির মূল্য দেখানো হয় ৩২ লাখ ৯১ হাজার ২৯১। স্বর্ণ ২০ ভরি। যার মূল্য ৩ লাখ টাকা। ইলেকট্রিক ও আসবাবপত্র ৪ লাখ ৭৫ হাজার টাকা। স্ত্রীর নামে আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ ১৭ হাজার ৮৪৩টাকা। সঞ্চয়পত্রে আমানত ৪৫ লাখ টাকা।

স্থারব সম্পদ ৩ লাখ ৪০ হাজার ৩১ শতক কৃষি ও যৌথ মালিকানায় থাকা শিক্ষামন্ত্রীর নিজের নামে ২৮ শতক অকৃষি জমির মূল্য ৪৫ লাখ ৭৮ হাজার টাকা। দালান নিজ নামে যৌথ মালিকানায় নিজের অংশ ২০ লাখ টাকা ও প্রবাসী স্বজনের কাছে দেনা ১০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।