ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নিরাপত্তা চেয়ে ইসিতে জহিরউদ্দিন স্বপনের আবেদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
নিরাপত্তা চেয়ে ইসিতে জহিরউদ্দিন স্বপনের আবেদন

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহিরউদ্দিন স্বপন।

সোমবার (৩ ডিসেম্বর) তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে জীবনের নিরাপত্তা চেয়েছেন।  

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে স্বপন বলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিসুর রহমান বিভিন্ন সময় তার বক্তব্যে আমার নাম উল্লেখ করে হাত-পা ভেঙে ফেলাসহ উদ্দেশ্যমূলকভাবে নানা হুমকি দিচ্ছেন।

এ হুমকির কারণে আমার প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে। আওয়ামী লীগের ওই নেতার নেতৃত্বে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনা করা হচ্ছে। এ পরিস্থিতিতে আমি, আমার পরিবার ও নেতা-কর্মীদের তীব্র ঝুঁকির আশঙ্কা করছি।

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে তফসিল ঘোষণার পর একজন প্রার্থী যেন সব নিরাপত্তা সুবিধা প্রাপ্ত হন। আমাকে সেই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়ার অতিসত্বর ব্যবস্থা নিতে সিইসিকে অনুরোধ জানিয়েছি।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
ইইউডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ