ইসির উপ-সচিব আব্দুল হালিম খান জানান, ৩০ ডিসেম্বর ভোট হওয়ায় ৪ ডিসেম্বরের মধ্যে সব কেন্দ্রের গেজেট প্রকাশ করতে হবে। ইসির নির্দেশনায় নির্ধারিত সময়েই ৩শ’ আসনের সব কেন্দ্রের গেজেট সম্পন্ন করা হয়েছে।
সর্বশেষ দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩শ’ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি। এবার ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকবে দুই লাখেরও বেশি।
ইসি উপ-সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার পাঠানো ৩শ’ আসনের সংশ্লিষ্ট কেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। ১ ডিসেম্বর থেকে কেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ে সব আসনের কেন্দ্রের গেজেট প্রকাশের জন্য প্রেসেও পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত আসনভিত্তিক কেন্দ্রের গেজেটে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটকক্ষের সংখ্যা, ভোটার এলাকা, পুরুষ ও নারীসহ মোট ভোটার সংখ্যা উল্লেখ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
ইইউডি/আরআর