নির্বাচনী হলফনামায় এমনটিই উল্লেখ করেছেন বেবী নাজনীন। নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া শিরিনের কাছে এ হলফনামা জমা দিয়েছেন তিনি।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি দলীয় প্রার্থী তিনি।
হলফনামা অনুযায়ী, ঢাকার গুলশানে বসবাসকারী স্বশিক্ষিত বিএনপির এ প্রার্থীর বিরুদ্ধে নেই কোনো ফৌজদারি মামলা।
শিল্পী বেবী নাজনীনের পৈতৃক ভিটে সৈয়দপুরে। তিনি বেড়ে ওঠেন ঢাকায়। তার বাবা বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকার।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
জিপি