জেলার সাতটি উপজেলায় নির্বাচন কার্যক্রম পরিচালনার কাজে নিয়োজিত থাকবেন ১৬৩ প্রিজাইডিং কর্মকর্তা, ৫৯৩ সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ প্রায় দুই হাজার কর্মী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাদে যাতায়াত স্বচ্ছ ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী উপকরণ পৌঁছানোর কাজে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রগুলো হলো- রুমা উপজেলার তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নুনতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলকপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়; আলীকদম উপজেলার পোয়ামুহুরী মৈত্রী স্কুল, মাংরুমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়; রোয়াংছড়ি উপজেলায় রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৈয়কুমারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়; থানচি উপজেলার বড় মধু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মধু সাখইউ কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, জেলার ১৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এসব এলাকার ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানো হবে।
সাতটি উপজেলা, দু’টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়ন নিয়ে ৩০০ নম্বর সংসদীয় আসন বান্দরবান। এখানে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ২৯ পুরুষ ও ১ লাখ ১৭ হাজার ৫৪ নারী ভোটার রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এসআরএস