এমন চিত্র তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছে দলটি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- প্রধানমন্ত্রী গ্রেফতার-হয়রানি বন্ধে আশ্বাস দিলেও মাঠে বাস্তবতা ভিন্ন।
নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতে ভয়ভীতিহীন পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার স্বার্থে নেতা-কর্মী-সমর্থকদের গায়েবি অযুহাতে অন্যায় আটক, গ্রেফতার ও হয়রানি অবিলম্বে বন্ধের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়ার দাবিও জানানো হয়েছে চিঠিতে।
বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চিঠিটি নির্বাচন কমিশনে পৌঁছে দেন।
আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনু্ষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
ইইউডি/জেডএস