ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহের ৪ প্রার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহের ৪ প্রার্থী নির্বাচন ভবন। ফাইল ফটো

ময়মনসিংহ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়া চার জন প্রার্থীর মনোননয়ন আপিলে বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকেলে সংশ্লিষ্ট প্রার্থীরা বাংলানিউজকে পৃথক পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।  
  
আপিলে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বিএনপি দলীয় প্রার্থী জয়নাল আবেদীন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদ হাসান সুমন, এলডিপি মনোনীত প্রার্থী এমএ বাশার এবং ময়মনসিংহ-৩ (গৌরিপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণ।

এর আগে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে তাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। পরে প্রার্থিতা ফেরত পেতে তারা নির্বাচন কমিশনে আপিল করেন।  

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) আপিল শুনানি শেষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে কমিশন।  

তিনদিন আপিল শেষে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানি। যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ৩০ ডিসেম্বর হবে নির্বাচনের ভোটগ্রহণ।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।