ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রথমদিনে প্রার্থিতা ফেরত পেলেন ৮০ জন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
প্রথমদিনে প্রার্থিতা ফেরত পেলেন ৮০ জন  আপিল শুনানিতে প্রার্থীরা। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: প্রথমদিন শুনানি শেষে বিভিন্ন রাজনৈতিক দলের ৮০জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান। 

তিনি বলেছেন, আপিল শুনানির প্রথমদিনে  ৮০ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন, যাদের মনোনয়নপত্রে নানা অসঙ্গতি থাকায়   সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছিলেন। চারটি আবেদন পেন্ডিং রয়েছে আর নামঞ্জুর হয়েছে ৭৬টি আবেদন।

এর মধ্যে কিছু রয়েছে আপিল গ্রহণের বিরুদ্ধে, কিছু আবেদন আছে আপিল বাতিলের বিরুদ্ধে।  

আরও পড়ুন>> আপিলে বৈধ ৫৬, বাতিল ৪০

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) দিনভর শুনানি শেষে ইসি যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এসব কথা জানান।  

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল হুদার আবেদনের শুনানির মাধ্যমে কমিশন এ কার্যক্রম শুরু করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করেন।

প্রার্থিতা ফেরত পেয়েছেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি। খালেদার আসন বগুড়া-৭ এ বিএনপির প্রার্থী মিল্টন মোর্শেদের আপিল শুনানি শেষে তাকে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
ইইউডি/​এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।