ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রার্থিতা ফেরত পেলেন রেজা কিবরিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
প্রার্থিতা ফেরত পেলেন রেজা কিবরিয়া রেজা কিবরিয়া, ফাইল ফটো

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফেরত পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া ছেলে রেজা কিবরিয়া। 

গণফোরাম যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনের অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। কিন্তু যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নপত্র বাতিল করে দেন।

 

শুক্রবার (০৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন মনোনয়নপত্র রেজার আবেদন বৈধ ঘোষণা করেন।  

ঋণ খেলাপের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র গত ২ডিসেম্বর বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
ইইউডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ