ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আপিলেও বাদ ইমরান, জাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
আপিলেও বাদ ইমরান, জাহিদ

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেও পেলেন না স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকার ও বিএনপি প্রার্থী ডা. আবু জাফর জাহিদ হোসেন (জেডএম জাহিদ)। ফলে উচ্চ আদালতে যাওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই।
 

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের মনোনয়নপত্রে প্রার্থী সমর্থনসূচক ভোটারের স্বাক্ষরের ক্রমিক নম্বরে ভুল থাকায় ও সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় এবং আপিল পেন্ডিং থাকায় ও দণ্ড স্থগিত না হওয়ায় জেডএম জাহিদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
 
ইমরান এইচ সরকার কুড়িগ্রাম-৪ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন।

আর ময়মনসিংহ-৪ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বিএনপি নেতা জেডএম জাহিদ।
 
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ