ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক: কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক: কাদের ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ (ফাইল ফটো)

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাচাই বাছাইয়ে অবৈধ হওয়া প্রার্থীরা আপিলের পর মনোনয়ন ফিরে পাওয়ায় বিএনপি মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়েছেন। এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক। আশাকরি তারা নিন্দাতে পুনরায় ফিরে না গিয়ে এই ইতিবাচক মানসিকতা বজায় রাখবেন।

শুক্রবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এর বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।    

একই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে তিনি বলেন, তিনি জনসমর্থন হারিয়ে মিথ্যা ও গুজবের আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।

    

মন্ত্রী আরও বলেন, মানুষ এখন এসব মিথ্যা ও গুজবে বিশ্বাস করে না। মানুষ উন্নয়নে বিশ্বাস করে ও আস্থা রাখে। মওদুদ আহমদের উন্নয়ন মানে নিজের পকেটের উন্নয়ন। জনগণ ভোটর মাধ্যমে এটা আগেই প্রত্যাখান করেছে। ৩০ ডিসেম্বরও করবে।

এসসয় ওবায়দুল কাদেরের সঙ্গে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।