ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কেএমপি কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
কেএমপি কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ ইসির কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবীর (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবীরকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (০৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের 'ভূমিকা' নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন জমা পড়ে সম্প্রতি।

এ নিয়ে অসন্তোষ ছিল কমিশনে। অভিযোগের পর এ কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। তার পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশন কেএমপি কমিশরাকে প্রত্যাহার সংক্রান্ত নথিতে অনুমোদন দেন।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) হুমায়ুন কবীরকে প্রত্যাহারের অনুমোদনের পর শুক্রবার প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হলো। এক্ষেত্রে তাকে সরিয়ে অন্য একজন কর্মকর্তাকে দেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে কমিশনের নির্দেশনায় নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। এছাড়া দুইজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।