ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
ভাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার জয়

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।  

রেজা নৌকা প্রতীকে ১২ হাজার ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমর্থিত প্রার্থী আছাদুজ্জামান আছাদ মিয়া হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭৩৭ ভোট।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারই প্রথম ভাঙ্গায় ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট হলো।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।