ঢাকা: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রোববার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে একটি প্রতিবেদনও গণমাধ্যমকে পাঠিয়েছেন তিনি।
ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ চেয়ারম্যান পদে ৮৩৮জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৬৮ জন, জাতীয় পার্টি ১০৭ জন, জাতীয় পার্টি-জেপি ৩ জন, কংগ্রেস ৭ জন, জাকের পার্টি ৪৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল ২৬ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৫ জন, বাংলাদেশের সাম্যবাদী দল ৩ জন, গণতন্ত্রী পার্টি ২ জন, বাসদ ২ জন, বাংলাদেশ খেলাফত মজলিশ ৩ জন, খেলাফত মজলিশ ২ জন, জমিয়তে উলামায়ে ইসলাম ১ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৫ জন, ইসলামী ঐক্যজোট ১ জন ও ন্যাশনাল পিপলস পার্টি ৩ জন প্রার্থী দিয়েছে।
এছাড়া স্বতন্ত্র থেকে চেয়ারম্যানে পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৬৫৫ জন। সবমিলিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ হাজার ৮৩ জন।
তফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপিতে ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল রোববার। বাছাই হবে ২১ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ২৪ অক্টোবর। আর আপিল নিষ্পত্তির সময় শেষ ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দের সময় ২৭ অক্টোবর।
এসব ইউপিতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ হাজার ৫৬১ জন। আর সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৮ হাজার ১৪৯ জন প্রার্থী।
ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে নির্বাচন সম্পন্ন করেছে ইসি। ২৮ নভেম্বর ১০০৭ ইউপির ভোট হবে।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ইইউডি/আরএ