ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

টাঙ্গাইলের প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নার্গিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
টাঙ্গাইলের প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নার্গিস

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. নার্গিস বেগম।
টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে এবারই প্রথম কোনো নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন।

রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বাংলানিউজকে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন একমাত্র প্রার্থী নার্গিস বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।  এজন্য সোমবার তাকে বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

গত ৯ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন একমাত্র প্রার্থী নার্গিস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। ১১ অক্টোবর যাচাই বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।

নার্গিস বেগম ভুঞাপুর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান আব্দুল হালিমের স্ত্রী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই আব্দুল হালিম মৃত্যুবরণ করেন। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২ নভেম্বর নির্বাচনে ভোট গ্রহণের কথা।

নার্গিস বেগম ভুঞাপুর উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং লোকমান ফকির ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ