ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নগরকান্দায় ৫১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
নগরকান্দায় ৫১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফরিদপুর: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ফ‌রিদপু‌রের নগরকান্দা উপ‌জেলার নয় ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) নির্বাচন। এ ভোটে চেয়ারম্যান পদে ৫১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নয় জন, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কার্যালয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান প্রাথীরা হলেন- তালমা ইউনিয়নে মো. কামাল হোসেন, দেলোয়ারা বেগম, মো. মহসিন উদ্দিন, রনজিৎ কুমার মণ্ডল, মো. খায়রুজ্জামান, মাহবুবুর রহমান কবির, এস এম নাহিদুজ্জামান প্রিন্স, মো. মুজিবুর রহমান। শহীদনগর ইউনিয়নের প্রাথীরা হলেন- মো. রফিকুজ্জামান অনু, মোহাম্মদ ইমাম-উল-ইসলাম, খোন্দকার জাকির হোসেন নিলু, মো. হায়াত আলী। কাইচাইল ইউনিয়নের প্রাথীরা হলেন- মো. কবির হোসেন, জিয়া সিকদার, মো. মোস্তফা খাঁন। ডাঙ্গী ইউনিয়নের প্রাথীরা হলেন- কাজী আবুল কালাম, মুরাদ হোসেন, মো. আলমগীর সেক, সরদার সাইফুজ্জামান বুলবুল। পুরাপাড়া ইউনিয়নের প্রাথীরা হলেন- মো. আতাউর রহমান ও মো. বেলায়েত হোসেন মিয়া। লস্করদিয়া ইউনিয়নের প্রাথীরা হলেন- হাবিবুর রহমান বাবুল, মো. শামসুল আলম পটু, মো. লুৎফর রহমান কামাল, মোসা. শামিমা আক্তার, মোহাম্মদ শওকত আলী শরীফ, মো. ছাদেকুর রহমান, মো. এসকেন্দার মাতুব্বর, মো. আইয়ুব মুন্সী ও সাইফুল আলম রানা।

চরযশোরদী ইউনিয়নের প্রাথীরা হলেন- আরিফুর রহমান, মো. কামরুজ্জামান, খোন্দকার ওহিদুল বারী, মো. দেলোয়ার হোসেন বিশ্বাস, মো. মুঈদ হাসান খাঁন ও মোহাম্মদ রেজাউল আলম মিয়া।

ফুলসুতী ইউনিয়নের প্রাথীরা হলেন- খন্দকার তৌহিদুর রহমান টিটো, মো. আরিফ হোসেন, মো. নাহিদ হাসান শওকত ও মো. মনিরুজ্জামান মিয়া।

রামনগর ইউনিয়নের প্রাথীরা হলেন- আ. কুদ্দুস ফকির, আব্দুস ছত্তার খাঁন, মো. আকমান সেক, মজিদ ফকির, মোশারেফ হোসেন, মো. কাইমদ্দিন মণ্ডল, মো. জাকির ফকির, মোসা. কুইন আক্তার, মোসা. সেলিনা বেগম, মো. মান্দার ফকির, মোহাম্মদ ইউনুছ আলী শেখ।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।