ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজশাহী-রংপুর বিভাগে ইউপিতে আ.লীগের প্রার্থী যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
রাজশাহী-রংপুর বিভাগে ইউপিতে আ.লীগের প্রার্থী যারা

ঢাকা: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ি ৮৪৬ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী চুড়ান্ত করেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব ইউপিতে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোর্ডের সভায় সভাপতিত্ব করেন।

শুক্রবার(২২ অক্টোবর) দুপুরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

রাজশাহী ও রংপুর বিভাগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন:

রংপুর বিভাগ

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদ ওমর আলী,  তোড়িয়া ইউনিয়নে মো. ফজলুল করিম, আলোয়াখোয়া ইউনিয়নে  মো. মোজাক্কারুল আলম, রাধানগরে মো. আবু জাহেদ এবং ধামোর ইউনিয়নে মো. আবু তাহের।

পঞ্চগড় সদর উপজেলার  অমরখানা ইউনিয়নে মো. নুরুজ্জামান, হাফিজাবাদ  ইউনিয়নে গোলাম মুছা কলিমুল্লা, পঞ্চগড় সদর ইউনিয়নে  মো. নজরুল ইসলাম কামাত কাজলদিঘীতে মো. নজরুল ইসলাম,চাকলাহাটে মো. আব্দুল কুদ্দুছ প্রামানিক, সাতমেড়ায় মো. ফজলুল হক, হাড়িভাষায় মো. মনির হোসেন, ধাক্কামারা, মো. নূরল ইসলাম, মাগুড়ায় জ্যোতিষ চন্দ্র রায় এবং গরিনাবাড়ী মো. আব্দুল লতিফ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে মো. ফজলে রাব্বী, চাড়োলে দিলীপ কুমার চ্যাটার্জী, ধনতলায়  সমর কুমার চট্টোপাধ্যায়, বড় পলাশবাড়ীতে মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া, দুওসুওতে  মো. সোহেল রানা, ভানোরে মো. আব্দুল ওয়াহাব সরকার,আমজানাখোরে মো. আকালু এবং বড়বাড়ীতে মো. আকরাম আলী।

পীরগঞ্জ উপজেলার ভোমরাদহে মো. হিটলার হক, কোষারাণীগঞ্জে মো. আজহারুল ইসলাম, খনগাঁওয়ে মো. সহিদ হোসেন, সৈয়দপুরে বিবেকানন্দ রায়, পীরগঞ্জ সদর ইউনিয়নে অরুন কুমার রায়, হাজীপুরে  মো. জয়নাল আবেদীন, দৌলতপুরে, সনাতন চন্দ্র রায়, সেনগাঁওয়ে মো. মোস্তাফিজার রহমান, জাবরহাট,  মো. জিয়াউর রহমান এবং বৈরচুনায় মোছা. টেলিনা সরকার হিমু।

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে মো. আব্দুছ ছালাম প্রামানি, আলাদীপুরে সুকান্ত সরকার, কাজিহালে মো. মানিক রতন, বেতদীঘি শাহে মো. আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ীতে মো. এনামুল হক, দৌলতপুরে মো. আব্দুল আজিজ মন্ডল এবং শিবনগরে মো. মামুনুর রহমান চৌধুরী।
বিরামপুর উপজেলার মুকুন্দপুরে এম আব্দুল লতিফ মিয়া, কাটলায় মো. ইউনুছ আলী, খানপুরে চিত্র রঞ্জন পাহান, দিওড়ে মো. হাফিজুর রহমান, জোতবানীতে মো. হাসুন চৌধুরী এবং পলিপ্রয়াগপুরে মো. রহমত আলী।

নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে মো. আইনুল হক চৌধুরী, বিনোদনগরে মো. ছানোয়ার রহমান, গোলাপগঞ্জে মো. মোশারফ হোসেন, শালখুরিয়ায় মো. মোশফিকুর রহমান, পুটিমারায় মো. সরোয়ার হোসেন, ভাদুরিয়ায় মো. বাবুল আহসানুল কবির, দাউদপুরে মো. আব্দুল্লাহ হেল আজিম, মাহমুদপুরে মো. আমির হোসেন এবং কুশদহে আবু সাহাদত মোহাম্মদ সায়েম আলী।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে মো. বেনজির আহম্মেদ, পুটিমারীতে মো. জহুরুল ইসলাম, নিতাইয়ে মো. ফারুক উজ জামান, বাহাগিলীতে মো. আতাউর রহমান শাহ্, কিশোরগঞ্জ সদর ইউনিয়নে মো. আনিছুল ইসলাম (আনিছ), রনচন্ডীতে মো. মোখলেছুর রহমান, গাড়াগ্রামে মো. মোজাহার হোসেন এবং মাগুড়ায় মো. আব্দুর রউফ।

জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে মো. আহাম্মেদ হোসেন, ডাউয়াবাড়ীতে মো. সাইফুল ইসলাম (মুকুল), ধর্মপালে মো. আবু তাহের, গোলমুন্ডায় মো. মমিনুর রহমান, গোলনায় মো. মশিউর রহমান, কৈমারীীতে মো. সাইদুর রহমান, কাঁঠালীতে মো. সোহরাব হোসেন (তুহিন), খুটামারায় মো. আবু সাইদ (শামীম), মীরগঞ্জে মীর হামিদুল এহসান (চানু), শিমুলবাড়ীতে মো. হামিদুল হক এবং শৌলমারীতে প্রানজিৎ কুমার রায়।

লালমনিরহাট জেলার লালমনিরহাট উপজেলার মোগলহাট ইউনিয়নে মো. হাবিবুর রহমান, কুলাঘাটে মো. শাহজাহান আলী সরকার পঞ্চগ্রামে মো. গোলাম ফারুক বসুনিয়া, মহেন্দ্রনগরে মো. খলিলুর রহমান, হারাটীতে মো. সিরাজুল হক খন্দকার, খুনিয়াগাছে মো. মোজাম্মেল হক সরকার মানিক, রাজপুরে মো. মোফাজ্জল হোসেন, গোকুন্ডায় গোলাম মোস্তফা স্বপন এবং বড়বাড়ীতে এস এম আশরাফুল হক (মিঠু)।

কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে মো. আহাদুল হোসেন চৌধুরী, মদাতীতে মো. আব্দুল কাদের, তুষভান্ডারে নুর ইসলাম আহমেদ, দলগ্রামে মো. আতাউর রহমান, চন্দ্রপুরে মো. মাহাবুবর রহমান, গোড়লে মো. মাহমুদুল ইসলাম, চলবলায় মো. মিজানুর রহমান মিজু এবং কাকিনায় মো. তাহির তাহু।

রংপুর জেলার কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নে মো. আশরাফুল ইসলাম, হারাগাছে মো. ইয়াছিন আলী, কুর্শা য় মোহাম্মাদ হোসেন সরকার, শহীদবাগে মো. আব্দুল হান্নান, বালাপাড়া য় মো. আনছার আলী এবং টেপামধুপুরে মো. শফিকুল ইসলাম

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে মো. মিনহাজুল এবং খলেয়ায় মো. হাসানুজ্জামান শাহ্।

তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে মো. দেলওয়ার হোসেন, কুর্শায় মো. আফজালুল হক সরকার, ইকরচালীীতে মো. আতিউর রহমান লিংকন, হাড়িয়ারকুঠিতে মো. হারুন অর রশিদ এবং সয়ার মো. মোশফেকুর রহমান রনি

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে মো. হাছেন আলী, শিমুলবাড়ীতে মো. এজাহার আলী, বড়ভিটায় মো. আতাউর রহমান, কাশিপুরে মো. রেয়াজুল ইসলাম, ফুলবাড়ীতে মো. হারুন অর রশিদ এবং ভাঙ্গামোড়ে মোহাম্মদ আলী শেখ।

নাগেশ্বরী উপজেলার রামখানা  ইউনিয়নে মো. আব্দুল আলীম সরকার, রায়গঞ্জে আ স ম আব্দুল্যাহ আল ওয়ালিদ, বেরুবাড়ীতে মো. সোলায়মান আলী, সন্তোষপুরে মো. লিয়াকত আলী, নেওয়াশীতে মো. মাহফুজার রহমান, হাসনাবাদে মো. ইদ্রিস আলী মিয়া, ভিতরবন্দে মো. আব্দুল আলিম, নুনখাওয়ায় মো. আমিনুল ইসলাম, কালিগঞ্জে মো. জুলফিকার আলী সরদার, বামনডাঙ্গায় মো. মাইনুল হক প্রধান, কেদারে মো. মাহবুবুর রহমান, কচাকাটায় মো. রুহুল আমিন, বল্লভেরখাসে অমিত কুমার সরকার এবং নারায়নপুরে মো. জহিরুল ইসলাম ব্যাপারী।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে মো. রেদওয়ানুল হক, বেলগাছায় মো. লিটন মিয়া, হলোখানায় মোহাম্মদ আজিজুল ইসলাম, মোগলবাসায় মো. এনামুল হক, ঘোগাদহে মো. শাহ আলম মিয়া, পাঁচগাছীতে মো. আমির হোসেন, ভোগডাঙ্গায় মো. গোলাপ উদ্দিন এবং যাত্রাপুরে মো. সাখাওয়াত হোসেন।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে এ, কে, এম আহমেদুল কবীর, মহদীপুরে মো. তৌহিদুল ইসলাম, মনোহরপুরে মো. আব্দুল ওহাবে, হরিনাথপুর মো. আতিকুর রহমান সরকার, বেতকাপা য় মো. আব্দুল গনি সরকার এবং পবনাপুরে কে এম ছিদ্দিকুল ইসলাম।  

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে মো. শমেস উদ্দিন, সোনারায় রনজিৎ কুমার সরকার, তারাপুরে মো. সাইফুল ইসলাম, বেলকায় মো. মজিবর রহমান, দহবন্দে মো. রেজাউল আলম সরকার, সর্বানন্দে মো. চাঁদ মিঞা, রামজীবনে মো. সাদেকুল ইসলাম সরকার, ধোপাডাঙ্গায় মো. মোখলেছুর রহমান রাজু, ছাপরহাটীতে কনক কুমার গোস্বামী, শান্তিরামে মো. বিপ্লব খন্দকার, কঞ্চিবাড়ীতে মো. জয়নাল আবেদীন, শ্রীপুরে মো. শহিদুল ইসলাম এবং কাপাশিয়া মো. মনজু মিয়া।

রাজশাহী বিভাগ

জয়পুরহাট জেলার কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মো. আলী আকবর মন্ডল, মাত্রাইয়ে আ ন ম শওকত হাবিব তালুকদার, পুনটে মো. আব্দুল কুদ্দুস ফকির, উদয়পুরে মো. ওয়াজেদ আলী এবং জিন্দারপুরে মো. জিয়াউর রহমান

বগুড়া জেলার ধুনট উপজেলার সদর ইউনিয়নে এস, এম, মাসুদ রানা, ভান্ডারবাড়ীতে মো. আনোয়ার পারভেজ, চৌকিবাড়ীীতে মো. কুদরত-ই-খুদা, চিকাশীতে মো. নাজমুল কাদির শিপন, এলাঙ্গীতে মো. তোজাম্মেল হক প্রামানিক, গোপালনগরে মো. শাহ আলম, গোসাইবাড়ীতে মো. সামছুল বারী শেখ, কালেরপাড়ায় মো. হারেজ উদ্দিন আকন্দ, মথুরাপুরে হাসান আহম্মেদ জেমস এবং নিমগাছীতে মোছা. সোনিতা নাসরিন।

শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউপিতে মো. নুরুজ্জামান, আমরুলে মো. রাকিবুল ইসলাম, আড়িয়ায় মো. জাহিদুল হক, গোহাইলে মো. আলী আতোয়ার তালুকদার ফজু, খোট্টাপাড়ায় মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, মাদলায় মো. আব্দুল বারী মন্ডল, খরনায় মো. সাজেদুর রহমান সাহীন, আশেকপুরে মো. ফিরোজ আলম এবং চুপিনগর মো. মাহফুজার রহমান বাবলু।

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউপিতে মো. কামরুল হাসান, গোকুলে মো. সওকাদুল ইসলাম সরকার, লাহিড়ীপাড়ায় মো. আজাহারুল হান্নান, নামুজায় মো. রফিকুল ইসলাম রফিক, নিশিন্দারায় মো. রিজু হোসেন, নুনগোলায় মো. আলীম উদ্দিন, শাখারিয়ায় মো. এনামুল হক এবং সাবগ্রামে মো. ইসরাইল হক সরকার।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বদলগাছী ইউপিতে মো. আনোয়ার হোসেন, পাহাড়পুরে আবু হাসনাত মো. মিজানুর রহমান, বিলাশবাড়ীতে এস এম রাফিউল হাসান, মথুরাপুরে মো. মাসুদ রানা, কোলায় মো. শাহীনুর ইসলাম, বালুভরায় শেখ মো. আয়েন উদ্দীন, আধাইপুরে মো. শামছুল আলম এবং মিঠাপুরে মো. ফিরোজ হোসেন।

মান্দা উপজেলার ভালাইন ইউপিতে মো. ইব্রাহিম আলী মন্ডল, ভারশোঁতে মো. মোস্তাফিজুর রহমান, বিষ্ণুপুরে মো. জাহাঙ্গীর আলম, গনেশপুরে মো. হানিফ উদ্দীন, কালিকাপুরে মোহাম্মাদ আব্দুল আলিম মন্ডল, কাঁশোপাড়ায় মো. আব্দুল খালেক, কশবে মো. ফজলুর রহমান, কুশুম্বায় মো. ফরহাদ হোসেন, মৈনমে সামন্ত কুমার সরকার, মান্দা ইউপিতে মো. তোফাজ্জেল হোসেন, নুরুল্যাবাদে স্বাধীন কৃষ্ণ রায়, পরানপুরে মো. মাহফুজুর রহমান, প্রসাদপুরে মো. আবু বক্কর সিদ্দিক এবং তেঁতুলিয়ায় মো. গাজীবুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউপিতে মোহাম্মদ নিজামুল হক, দাইপুকুরিয়ায় মোহাঃ আলোমগীর, মোবারকপুরে মো. কামাল উদ্দিন, চককির্ত্তিতে মোহাঃ আনোয়ার হাসান, শ্যামপুরে মহাঃ আসাদুজ্জামান, বিনোদপুরে মহাঃ খাইরুল ইসলাম, দুর্লভপুরে আবু আহমদ নজমুল কবির, মনাকষায় মির্জা শাহাদাৎ হোসেন, উজিরপুরে মো. দুরুল হোদা, পাঁকায় মো. আতাউর রহমান, ঘোড়াপাখিয়ায় মো. মামুন অর রশিদ, ধাইনগরে আ, ক, ম তাবারিয়া চৌধরী, নয়ালাভাঙ্গায় মো. মোস্তাকুল ইসলাম এবং ছত্রাজিতপুরে মো. গোলাম রব্বানী।

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম মো. আজাহারুল ইসলাম, রায়ঘাটিতে মো. বাবলু হোসেন, মৌগাছিতে মো. আল আমিন বিশ্বাস, বাকশিমইলে মো. আব্দুল মান্নান এবং জাহানাবাদে মো. হযরত আলী।

পবা উপজেলার দর্শনপাড়া ইউপিতে মো. কামরুল হাসান, হুজুরীপাড়ায় মো. গোলাম মোস্তফা, হড়গ্রামে মো. ফারুক হোসেন, হরিপুরে মো. বজলে রেজবি আল হাসান,  দামকুড়ায় মো. রফিকুল ইসলাম, পারিলায় মোসাঃ ফাহিমা বেগম এবং বড়গাছি মো. শাহাদৎ হোসাইন।

নাটোর জেলার লালপুর উপজেলার লালপুর ইউপিতে মো. আবু বকর সিদ্দিক, ঈশ্বরদীতে মো. আমিনুল ইসলাম জয়, চংধুপইলে মো. রেজাউল করিম, অড়বাবে মো. ইমদাদুল হক, বিলমাড়িয়ায় মোছা. পারভীন আকতার বানু, দুয়ারিয়ায় মো. নুরুল ইসলাম, ওয়ালিয়া মো. আনিছুর রহমান, দুড়দুড়িয়া মো. আব্দুল হান্নান, অর্জুনপুর-বরমহাটিতে মো. আব্দুস সাত্তার এবং কদিমচিলানে মো. সেলিম রেজা।

বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউপিতে মো. মেহেদী হাসান দোলন, জামনগরে মো. আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়ায় মো. মজিবর রহমান, দয়ারামপুরে মো. মাহাবুর ইসলাম (মিঠু) এবং ফাগুয়াড়দিয়াড়ে মো. জহুরুল ইসলাম ৷

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউপিতে মীর্জা মো. সোলায়মান হোসেন, রাজাপুরে মোছা. ছনিয়া সবুর, ভাঙ্গাবাড়ীতে গাজী খোন্দকার ফজলুল হক ভাষানী, দৌলতপুরে মো. আশিকুর রহমান বিশ্বাস, ধুকুরিয়াবেড়ায় মো. জিল্লুর রহমান এবং বড়ধুলে মো. আছির উদ্দিন মোল্লা।

উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউপতে মো. রফিকুল ইসলাম, বাঙ্গালায় মো. সোহেল রানা, উধুুনিয়ায় মো. রেজাউল করিম, বড়পাংগাশীতে মো. হুমায়ুন কবির লিটন, মোহনপুরে মো. আবুল কালাম আজাদ, দুর্গানগরে মো. আফছার আলী, পুর্নিমাগাতীতে মো. রেজাউল ইসলাম তপন, সলংগায় মো. মোখলেছুর রহমান তালুকদার, হাটিকুমরুলে মো. হেদায়েতুল আলম, উল্লাপাড়ায় মো. আব্দুস সালেক, পঞ্চক্রোশীতে মো. ফিরোজ উদ্দিন, সলপে মো. শওকাত ওসমান এবয় কয়ড়া মো. হোলাল উদ্দিন।

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে যারা আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন পেলেন তারা হলেন, ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আনিস-উর-রহমান শরীফ, সাঁড়া ইউনিয়নে ঈশ্বরদী  উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, এমদাদুল হক রানা সরদার, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথা, , সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা, সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাল সরদার, পাকশি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান পিন্টু, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বকুল সরদার।

সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউপিতে মো. হারুন অর রশিদ, কাশিনাথপুরে মীর মনজুর এলাহী, ক্ষেতুপাড়ায় মো. মুনসুর আলম, নন্দনপুরে মো. রবিউল ইসলাম, ভুলবাড়ীয়ায় মো. আবু ইউনুস, গৌরীগ্রামে মো. আব্দুল ওয়াহাব, ধোপাদহে মো. সাইদুজ্জামান, আর-আতাইকুলায় মো. মিরাজুল ইসলাম এবং ধুলাউড়ীতে জরিফ আহম্মদ।

চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউডিতে মো. রবিউল করিম, ছাইকোলায় মো. নুরুজ্জামান, নিমাইচরায় নুরজাহান বেগম, গুনাইগাছায় মো. নুরুল ইসলাম, হরিপুরে মো. মকবুল হোসেন বাচ্চু, ডিবিগ্রামে মো. নবীর উদ্দিন, মূলগ্রামে মো. রাশেদুল ইসলাম, পার্শ্বডাংগা মো. আজাহার আলী, ফৈলজানায় মো. হানিফ উদ্দিন, মথুরাপুরে মো. শাহ আলম এবং বিলচলনে মো. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘন্টা, অক্টোবর ২২, ২০২১
এসকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।