ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৫ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেরিফা কাদের।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম তার নির্বাচিত হওয়ার বিজ্ঞপ্তি রোববার (২৪ অক্টোবর) প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে শূন্য পদে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ১৭ অক্টোবর। ওই সময়ের মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেরিফা কাদেরের মনোনয়নপত্র দাখিল করা হয়।
দাখিলকৃত মনোনয়নপত্র পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে ১৮ অক্টোবর বাছাইয়ে গৃহীত হয়। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুসারে বৈধভাবে মনোনীত প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়।
প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় ছিল শনিবার (২৩ অক্টোবর)। শেরিফা কাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপ-ধারা (১) অনুসারে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হলো।
আবুল কাসেম জানান, শেরিফা কাদেরের নির্বাচিত হওয়ার গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে।
গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী (৭০) মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর গত ৬ অক্টোবর ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
ইইউডি/আরবি