ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বান্দরবানে ৩ ইউপির ২টিতে নৌকার পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
বান্দরবানে ৩ ইউপির ২টিতে নৌকার পরাজয়

বান্দরবান: পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয়েছে। এ তিন ইউপির একটিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

 

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা এ তথ্য নিশ্চিত করেন। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী প্রার্থীরা হলেন- বান্দরবানের কুহালং ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মংপ্রু মার্মা, সুয়ালক ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উক্যনু মার্মা এবং টংকাবতী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাংয়ং ম্রো প্রদীপ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।