ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জে ২১ ইউপির মধ্যে বিজয়ী আ.লীগ ১৩, অন্যান্য ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
মানিকগঞ্জে ২১ ইউপির মধ্যে বিজয়ী আ.লীগ ১৩, অন্যান্য ৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন নয়জন, একজন আওয়ামী লীগের বিদ্রোহী, দু’জন স্বতন্ত্র ও একজন বিএনপি (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, জেলার দৌলতপুর উপজেলার আটটি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন চারজন, দু’জন আওয়ামী লীগের বিদ্রোহী, একটিতে (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

হরিরামপুরের নির্বাচিতরা হলেন: 
বাল্লা ইউপির বাচ্চু মিয়া (নৌকা), চালা ইউপির আব্দুল মজিদ (নৌকা), কাঞ্চনপুর ইউপির গাজী বনি ইসলাম (নৌকা), হারুকান্দি ইউপির মোশারফ হোসেন (নৌকা), বলড়া ইউপির মোসলেম উদ্দিন কুন্নু (নৌকা), আজিমপুর ইউপির বিল্লাল হোসেন (নৌকা), সুলতালড়ী ইউপির আব্দুল সালাম (নৌকা), লেছড়াগঞ্জ ইউপির মোয়াজ্জেম হোসেন (নৌকা), ধুলশুরা ইউপির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জায়েদ খান (নৌকা), রামকৃষ্ণপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী কামাল হোসেন (নৌকা), বয়ড়া ইউপির ফরিদুল ইসলাম (স্বতন্ত্র), গোপীনাথপুর ইউপির আব্দুল মতিন মোল্লা (স্বতন্ত্র), গালা ইউপির স্বতন্ত্র (বিএনপি) শফিক বিশ্বাস।  

দৌলতপুরের নির্বাচিতরা হলেন:
কলিয়া ইউপির একেএম সিদ্দিকুর রহমান (নৌকা), বাচামারা ইউপির আব্দুর রশিদ সরকার (নৌকা), ধামশ্বর ইউপির অ্যাডভোকেট সিদ্দিক আলী (নৌকা), জিয়নপুর ইউপির বেলায়েত হোসেন (নৌকা), চকমীরপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল ইসলাম (নৌকা), চরকাটারী ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইয়ুব আলী মণ্ডল, খলশী ইউপির স্বতন্ত্র (বিএনপি) জিয়াউর রহমান, বাঘুটিয়া ইউপির স্বতন্ত্র (বিএনপি) এসএম আমজাদ হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।