ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রার্থীতা তুলে নিলেন মেহেরপুরের ৫ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ২৬, ২০২২
প্রার্থীতা তুলে নিলেন মেহেরপুরের ৫ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জন

মেহেরপুর: আগামী ১৫ জুন আসন্ন মেহেরপুর পৌরসভা, সদর উপজেলার পিরোজপুর, আমঝুপি, নবগঠিত বারাদী ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের বৃহস্পতিবার (২৬ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

এদিনে শ্যামপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ পাঁচজন চেয়ারম্যান, ৩১ জন সাধারণ সদস্য (মেম্বার) ও দু’জন সংরক্ষিত নারী সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

মেহেরপুর জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নবগঠিত শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুর রব বিশ্বাস, নবগঠিত বারাদী ইউপির মাহফুজুর রহমান, আরিফুল ইসলাম, আরজুল্লাহ রহমান ও পিরোজপুর ইউপির সামসুল আলম তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

এসব ইউনিয়নে ৩১ জন সাধারণ সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।  

এরা হলেন- বারাদী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আলতাব হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের হাসানুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ডের মহররম হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের হাসানুজ্জামান, পিরোজপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের ইমাদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের বিশ্বাস, ৪ নম্বর  ওয়ার্ডের আরিফুল ইসলাম খান, ৬ নম্বর ওয়ার্ডের আরিফুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইনছান আলী, ৫ নম্বর ওয়ার্ডের ইদ্রিস আলী, ৭ নম্বর ওয়ার্ডের ইকরাম হোসেন, আব্দুল বারী, ৯ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেন, শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের আলাল হোসেন, শামীম হোসেন ও সেলিম হোসেন।

এছাড়া সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে রয়েছেন বারাদী ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য লালবানু খাতুন, শ্যামপুর ইউপির সংরক্ষিত নারী সদস্য জেসমিন খাতুন।  

এছাড়া মেহেরপুর পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান জনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা, সদর উপজেলার বারাদী, পিরোজপুর, শ্যামপুর ও আমঝুপি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।