ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রচারণায় জীবন্ত ঘোড়া, মেয়র প্রার্থীকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ২৮, ২০২২
প্রচারণায় জীবন্ত ঘোড়া, মেয়র প্রার্থীকে জরিমানা 

কুমিল্লা: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে চলছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা।  
মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার শনিবার প্রচারণার সময় প্রতীক হিসেবে জীবন্ত ঘোড়া ব্যবহার করেন।

এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা রিপা জানান, শনিবার  নিজাম উদ্দিন কায়সার ও তার অনুসারীরা নগরীর দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় ঘোড়া নিয়ে প্রচারণা শুরু করেন। এতে নির্বাচন আচরণবিধি ভঙ্গ হয়।  

এই অপরাধে মেয়র প্রার্থী  কায়সার থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করি।  
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হবে।  

২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন নামে নতুন একটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পাশ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয়। কুমিল্লা সিটি করপোরেশ ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।

বাংলাদেশ  সময়: ১৭২৩ ঘণ্টা, মে ২৮, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।