ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি লঙ্ঘন: কঠোর নির্বাচন কমিশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুন ৩, ২০২২
আচরণবিধি লঙ্ঘন: কঠোর নির্বাচন কমিশন

বরগুনা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ( নৌকা প্রতীক) তিন সমর্থককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুন ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রিটানিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, এই ইউনিয়নের আলতাফ হাওলাদারের ছেলে জাফর হাওলাদার (২৪), ইউনুস মিয়ার ছেলে হাসান (২৪) এবং একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাব্বী(২৪)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাদিক তানভীর জানান, আচরণবিধি লঙ্ঘন করে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ০৩, ২০২২ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।