ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দোহার-ক্ষেতলাল-পাঁচবিবি পৌরভোট ২৭ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ৬, ২০২২
দোহার-ক্ষেতলাল-পাঁচবিবি পৌরভোট ২৭ জুলাই

ঢাকা: ঢাকা জেলার দোহারসহ তিনটি পৌরসভার সাধারণ নির্বাচন হবে আগামী ২৭ জুলাই।

ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান সোমবার (৬ জুন) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পৌরসভা তিনটি হলো- ঢাকার দোহার, জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি পৌরসভা।

তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ জুলাই ও ভোটগ্রহণ করা হবে আগামী ২৭ জুলাই।  

এ তিন পৌরসভা নির্বাচনেও ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ০৬, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।