ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বরিশালে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
বরিশালে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

বরিশাল: বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের সংগ্রহকরা তথ্য যাচাই-বাছাই শেষে শুক্রবার (১০ জুন) থেকে শুরু হয়েছে নিবন্ধন।

প্রথম ধাপে বরিশালে তিনটি উপজেলায় ভোটারদের শুক্রবার সকাল থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে শেষ হবে আগামী ১৭ আগস্ট।

  

এ কার্যক্রমের আওতায় ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট (দশ আঙুলের ছাপ) ও চোখের আইরিস নেওয়া হচ্ছে।   

বরিশাল নগরের কাউনিয়া আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিববন্ধন কার্যক্রম পরিদর্শনকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যারা ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আগে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করা হয়েছিল, আর শুক্রবার থেকে শুরু হয়েছে নিবন্ধন।

তিনি আরও জানান, এছাড়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এ সময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে।

বরিশাল সদর, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় এ কার্যক্রম চলছে। বরিশাল জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ১৮ লাখ ২৯ হাজার ৩২০ জন।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুন ১০, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।