ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মোগড়াপাড়ায় ১১৩২ ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী বাবু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ১৫, ২০২২
মোগড়াপাড়ায় ১১৩২ ভোটে জয়ী স্বতন্ত্র প্রার্থী বাবু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আরিফ মাসুদ বাবু।

বুধবার (১৫ জুন) সন্ধ্যায় বেসরকারি ফলাফলে দেখা যায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সোহাগ রনিকে ১১৩২ ভোটে পরাজিত করে জয়লাভ করেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ।

ইউনিয়নের মোট ১২টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, সোহাগ রনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৭ ভোট ও আনারস প্রতীকে আরিফ মাসুদ পেয়েছেন ৮ হাজার ৩৯৯ ভোট।

ইউপিতে ভোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইউপির ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

জয়ের পর আরিফ মাসুদ জানান, এ জয় মোগড়াপাড়াবাসীর। আমি জয় আমার ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।

সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর ছিল। কোথাও কোন গোলযোগ কিংবা অভিযোগ পাইনি। ইভিএম এখানে অনেকের কাছে নতুন হওয়াতে ও অনেকের হাতের ছাপ না মেলায় কিছুটা ধীরগতি ছিল বলে শুনেছি তবে এতে কোন সমস্যা হয়নি।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ