ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পটুয়াখালীর ৮ ইউপিতে নৌকা ৫, স্বতন্ত্র ২, হাতপাখা ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
পটুয়াখালীর ৮ ইউপিতে নৌকা ৫, স্বতন্ত্র ২, হাতপাখা ১ বাঁ থেকে আদুর রহিম, আনছার,ইলিয়াস, সেলিম, নজীর, মহসিন, সালমা, মোজাম্মেল

পটুয়াখালী: পটুয়াখালীর তিন উপজেলার আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পাঁচজন, স্বতন্ত্র দুই প্রার্থী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

 

এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠীতে নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মহসীন, কালিকাপুরে নৌকা প্রতীকের সালমা জাহান, ইটবাড়িয়ায় নৌকা প্রতীকের অ্যাডভোকেট মোজাম্মেল হক, লাউকাঠীতে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের কাজী রাইসুল ইসলাম সেলিম ও মৌকরণে স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের ইলিয়াস বাচ্চু, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আনছার উদ্দিন মোল্লা ও ধুলাসার ইউনিয়নে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের আব্দুর রহিম এবং দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে নৌকা প্রতীকের নজীর আহমেদ বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।