ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রোমান্টিক সিনেমায় শুভ, ভালোবাসা দিবসে মুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
রোমান্টিক সিনেমায় শুভ, ভালোবাসা দিবসে মুক্তি

দীর্ঘদিন ধরেই রোমান্টিক সিনেমায় দেখতে চান তার ভক্তরা। এই চাহিদা দীর্ঘ দিনের।

এবার ভক্তদের সেই আশা পূরণ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।  

‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর ফের রোমান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ।  

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আর শুভর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন আফসানা আরা বিন্দু। ভালোবাসা দিবস উপলক্ষে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি।  

সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও এখনই সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা। শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।  

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।