ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পায়ে ব্যান্ডেজ নিয়েই রেস্টুরেন্টে গেলেন দিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
পায়ে ব্যান্ডেজ নিয়েই রেস্টুরেন্টে গেলেন দিশা দিশা পাটানি

চলতি বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছে দিশা পাটানির ‘এক ভিলেন রিটার্নস’। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘যোদ্ধা’ ছবির কাজ শেষ করেছেন তিনি।

ছবিটি মুক্তি পাবে আগামী বছর। আপাতত তামিল ও তেলেগু ভাষার ছবি নিয়ে ব্যস্ত এ নায়িকা। এরইমধ্যে পায়ে চোট পেয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে দিশা তার অসুস্থতার কথা জানিয়েছেন। ছবিতে দেখা গেছে, গামলায় বরফ-পানিতে তার পায়ের পাতা ডোবানো। । ছবির নিচে দিশা লিখেছেন, ‘আমি কী এক সপ্তাহের জন্য আঘাত মুক্ত থাকতে পারি? আমার চলাফেরা কেন এত আগোছালো?’ তবে দিশা কীভাবে আঘাত পেয়েছেন তা জানা যায়নি।

পায়ের আঘাত নিয়ে ঘরে বসে থাকেননি দিশা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইনস্টাগ্রামে ছবি পোস্টের পর রেস্তোরাঁয় দেখা গেছে দিশাকে। অবশ্য পায়ে ব্যান্ডেজও ছিল বলিউডের জনপ্রিয় এই নায়িকার।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।