ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পূজার প্রেমে মজেছেন সালমান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
পূজার প্রেমে মজেছেন সালমান! পূজা হেগড়ে-সালমান খান

একাধিক নায়িকার সঙ্গে প্রেম করেছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। এবার তার প্রেমিকার তালিকায় ঢুকে পড়ল দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের নাম!

সালমানের থেকে প্রায় ২৪ বছরের ছোট দক্ষিণী অভিনেত্রী পূজা।

এই পূজার সঙ্গে দুটি সিনেমাতেও দেখা যাবে সালমানকে। আর এই সিনেমার সুবাদেই সালমানের সঙ্গে পূজার আলাপ ও বন্ধুত্ব।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, পূজার সঙ্গে নাকি শুটিংয়ের পরেও সময় কাটাচ্ছেন সালমান। জানা গেছে, সালমানের ফার্ম হাউজেও নাকি দেখা গেছে পূজাকে। একান্তে নাকি পূজা ও সালমান খান বেশ সময়ও কাটাচ্ছেন।

তবে এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পূজা। অন্যদিকে, সালমান তো এই বিষয়ে কোনো কথাই বলবেন না। তবে বলিউডের হাওয়ায় কিন্তু সালমানের এই প্রেমের খবর ঝড় তুলেছে।

দক্ষিণী সুপারস্টার তামিল সিনেমা ‘বীরম’র অনুপ্রেরণায় তৈরি সালমান খানের আসন্ন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সিনেমাতেও সালমানের বিপরীতে দেখা যাবে পূজাকে। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেছেন পূজা। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।