ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নির্মাতা অনমের সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
নির্মাতা অনমের সিনেমায় নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া-অনম বিশ্বাস

‘দেবী’ খ্যাত আলোচিত নির্মাতা অনম বিশ্বাসের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। এ সিনেমার প্রেক্ষাপট ১৯৭১।

সিনেমাটিতে নুসরাত ফারিয়ার নায়ক আরিফিন শুভ।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। চুক্তিপত্রে স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবি রোববার (১১ ডিসেম্বর) দুপুরে ফেসবুকে পোস্ট করে নুসরাত ফারিয়া লেখেন, আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।

জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। সব ঠিক থাকলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হবে।

এটি নির্মাতা অনম বিশ্বাসের দ্বিতীয় সিনেমা; প্রায় দেড় বছর গবেষণা করে নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন অনম নিজেই। তিনি জানিয়েছেন, চলতি মাসেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এদিকে, নুসরাত ফারিয়া সম্প্রতি কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’, ‘রকস্টার’সহ একাধিক সিনেমা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।