ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

কথা রাখলেন পরীমণি, পরলেন ব্রাজিলের জার্সি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
কথা রাখলেন পরীমণি, পরলেন ব্রাজিলের জার্সি পরীমণি-শরিফুল রাজ

সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াবেন- এমনটাই কথা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। এবার সেই কথা রাখতে শুরু করেছেন এই পর্দা কন্যা।

প্রথমদিনের ব্রাজিলের জার্সি পরা ছবি ফেসবুকে পোস্ট করে পরীমণি। সেখানে এই নায়িকা লেখেন, বলেছিলাম,আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। এই যে ডে ওয়ান! রাজ ভালোথাইক্কো।

কিন্তু ব্রাজিলের জার্সি কেন? পরীমণি তো আর্জেন্টিনার সমর্থক। মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারানোর পরে তো আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েই ছবি পোস্ট করার কথা ছিল। কিন্তু পরীমণি ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়ে অবাক অনেকেই।  

জানা গেছে, পরীমণির স্বামী শরীফুল রাজ ব্রাজিলের সমর্থক। এ জন্য তিনি একটি শপথ করেছেন। সেই শপথ নিয়ে ফেসবুকে লিখেছিলেন, ‘আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্য সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব প্রমিস। ’

মূলত এই প্রতিজ্ঞার কারণেই পরীমণি সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াবেন।   

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।