ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

‘পাঠান’ নিয়ে বিশ্বকাপের ফাইনালে থাকবেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
‘পাঠান’ নিয়ে বিশ্বকাপের ফাইনালে থাকবেন শাহরুখ! শাহরুখ খান

দীর্ঘদিন পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। শুটিং, টিজার প্রকাশ, শুটিং সেটের ছবি ফাঁস, শাহরুখের লুক প্রকাশ্যে আসা- সবকিছু নিয়েই পর তুমুল আলোচনায় উঠে আসে সিনেমাটি।

কয়েক দিন আগে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পায়। এ গান মুক্তির পর নেটিজেনদের যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ‘অশ্লীলতা ও নকলের’ র অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা।

সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে প্রচারের কাজে ব্যস্ত ‘পাঠান’ টিম। এবার জানা গেলো, ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শাহরুখ উপস্থিত হয়ে এ সিনেমার প্রচার চালাবেন।

দেশ-বিদেশে শাহরুখ খানের কোটি কোটি ভক্ত। তার ভক্তদের অফিশিয়াল একটি ফ্যান ক্লাব রয়েছে। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’র ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘পাঠান’ সিনেমার প্রচার করবেন শাহরুখ খান। ’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শাহরুখ খান কিংবা ‘পাঠান’ সিনেমার টিম।

এবারই প্রথম নয়, এর আগেও খেলার মাঠে সিনেমার প্রচার চালিয়েছেন শাহরুখ খান। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চলাকালে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রচার করেন বলিউড বাদশা।

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। আদিত্য চোপড়া প্রযোজিত সিনেমাটিতে শাহরুখ ছাড়াও দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে দেখা যাবে। ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।