ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তিযুদ্ধের নাটক ‘পিয়ানো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
মুক্তিযুদ্ধের নাটক ‘পিয়ানো’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে জন্ম নেয় অসংখ্য যুদ্ধশিশু। নাম-পরিচয় গোপন রেখে তারা বেড়ে উঠেছে আমাদের চারপাশেই।

তেমনই এক যুদ্ধশিশু রাশেদ। মুক্তিযোদ্ধা শাহেদের পরিচয়ে বেড়ে ওঠা রাশেদ বড় হয়ে জানতে পারে নিজের জীবনের অতীত।

এ অতীত উন্মোচনে ভূমিকা রাখে বাবা শাহেদের রেখে যাওয়া পিয়ানোটি। সে জানতে পারে, তার মা ছিলেন মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনা। মায়ের সম্মান রাখতেই মুক্তিযোদ্ধা শাহেদের পরিচয়ে বড় হয়েছে রাশেদ।  

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পিয়ানো’। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, তারিন জাহান, শেখ মাহবুবুর রহমান, বিথী রানী সরকার প্রমুখ।  

নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এনটিভিতে রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।