ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বিতর্কের মাঝেই ‘পাঠান’র নতুন গানের ঘোষণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
বিতর্কের মাঝেই ‘পাঠান’র নতুন গানের ঘোষণা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

বলিউড বাদশা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আসন্ন সিনেমা ‘পাঠান’। এ সিনেমার ‘বেশরম রং’ গানটি নিয়ে বেশ কদিন ধরেই চলছে বিতর্কের ঝড়।

ভারতের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ।

শুধু তাই নয়, সিনেমাটিকে ঘিরে উঠেছে বয়কটের ডাকও। কিন্তু এসব বিতর্কে পাত্তা না দিয়ে এবার সিনেমাটির দ্বিতীয় গান মুক্তির ঘোষণা দিলো প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।

এদিন যশরাজ ফিল্মস থেকে শাহরুখ ও দীপিকার একটি নতুন ছবি প্রকাশ্যে আনার মাধ্যমে জানানো হয়েছে, পাঠানের দ্বিতীয় গান ‘ঝুমে জো পাঠান’ গানটি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।

গানটির প্রসঙ্গে সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, ‘ঝুমে জো পাঠান’ গানটি মূলত ‘পাঠান’ সিনেমাটির চেতনার একটি গান। যেটি মূলত শাহরুখকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে। তবে গানটিতে দীপিকার দেখা মিলবে বলেও জানিয়েছে নির্মাতা।

তিনি আরো জানান, বিশাল ও শেখরের কম্পোজ করা সুরে একটি আধুনিক ফিউশন কাওয়ালি হতে যাচ্ছে ‘ঝুমে জো পাঠান’ গানটি।  

২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’ সিনেমাটি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রচারে নামবে ‘পাঠান’ টিম। এতে শাহরুখ খান-দীপিকা ছাড়াও জন আব্রাহাম, আশুতোষ রানাসহ আরো অনেকে অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।