বিনোদন জগতের সর্বশেষ খবর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাছরাঙা টেলিভিশনে ২০১২ সালের ৬ মে প্রচার শুরু হয়েছিল ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানের। সোমবার (০৯ জানুয়ারি) এই জনপ্রিয় অনুষ্ঠানের ১৫০০ তম পর্ব প্রচারিত হবে।
প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে দর্শকপ্রিয় এ অনুষ্ঠানে। শুধু বিনোদন বিশ্বের সর্বশেষ খবরই নয়, নাটক কিংবা সিনেমার শুটিং, ইভেন্ট টাইম, নিত্যনতুন গান প্রচার, ওটিটি প্ল্যাটফর্মের সর্বশেষ খবর এবং প্রতি পর্বে একজন বিশেষ অতিথির সঙ্গে আড্ডা-সব মিলিয়েই সাজানো হয় অনুষ্ঠানটি।
তেমনই ১৫০০ তম বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন ছোট পর্দার এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এ পর্বে এই অভিনেত্রী জানিয়েছেন ২০২৩ নিয়ে তার পরিকল্পনার কথা।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা, এস এম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘বিনোদন সারাদিন’ এখন উপস্থাপনা করছেন অর্চি ও ইন্দ্রানী।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এনএটি