এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি।
অভিনয়, নৃত্য ও মডেলিং মাধ্যম থেকে দূরে ছিলেন রিচি। দীর্ঘদিন পর অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন এক সময়ের দর্শকপ্রিয় এই অভিনেত্রী।
জানা গেছে, সম্প্রতি মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের ‘মৎস্য কন্যা’য় কাজ করেছেন তিনি। মৎস্য কন্যা মুলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প।
মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, আসলে এ ধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের ওপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি এই গল্পটি।
রিচি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। পাণ্ডুলিপি তৈরি আবদুল্লাহ মাহফুজ অভি এছাড়া চিত্রগ্রহণ হোসাইন আরমান। খুব শিগগিরই ফিকশনটি প্রচারে আসবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এনএটি