ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুরু হচ্ছে দশম ‘বাংলা খেয়াল উৎসব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
শুরু হচ্ছে দশম ‘বাংলা খেয়াল উৎসব’

সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার লক্ষ্যে গেল ৯ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। চ্যানেল আইয়ের আয়োজনে বরাবরের মতো এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিন ব্যাপী এই আয়োজন।

জানা গেছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব। আয়োজনের পর্দা নামবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়।

রোববার (২৯ জানুয়ারি) চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের নানান তথ্য তুলে ধরা হয়।

সেখানে জানানো হয়, এবার দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা।  

উৎসবের উদ্ধোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন প্রমুখ।  

এদিকে, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাইখ সিরাজ, সেলিনা আজাদ এবং ঐক্যডটকমডটবিডির চেয়ারম্যান সায়েরা রেজা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।