ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হামিদ মালসের নতুন গানচিত্র প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
হামিদ মালসের নতুন গানচিত্র প্রকাশ

সর্বশেষ ‘চুপি চুপি ২.০’ শিরোনামের র‍্যাপ গান প্রকাশ করে দারুণ সাড়া পেয়েছিলেন হামিদ মালস। গানটির সাফল্যের পর একই টিম হাজির হয়েছে নতুন গানচিত্র ‘পাগলা’ নিয়ে।

হামিদ মালস ও রেক লাবিব এজেন্সির ইউটিইউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।  

গানটিতে হামিদ মালসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুরমি রায়। এর কথা ও সুর হামিদ মালসের। সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়।  

গানে মডেল হয়েছেন হামিদ মালস, প্রণমী নাফি, জেরি জিনিয়াস, আনফী সিনহা ও সুরমী রায়। রাসেল আহমেদ সূর্যের কোরিওগ্রাফিতে গানটির ভিডিও পরিচালনা করেছেন নিডো খান।  

নতুন গানটি প্রসঙ্গে হামিদ মালস বলেন, ‘পাগলা’ প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। ভিডিওটাও দর্শকদের মন জয় করছে। শ্রোতারা এ ধরনের গান আরো করার কথা বলছেন। লাবিব ভাইকে ধন্যবাদ এমন একটি গানে সুযোগ করে দেওয়ার জন্য।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।